Special Note:
This website is under Construction. Sorry for the inconvenience. Email: info@yfbd.org, Phone: +880 1771662288, +880 2222228165
info@yfbd.org

Self-Reliant Project

Youth for Bangladesh

স্বনির্ভর প্রকল্প


স্বনির্ভর হলো একটি বাংলা শব্দ, যা দ্বারা বুঝায় নিজের উপর নির্ভর করে চলা। অন্যের অধীনে বা সাহায্যে না চলে নিজে উপার্জন করে সংসার চালানোর ক্ষমতা তৈরির লক্ষ্যে আমরা এই প্রকল্পটি শুরু করেছি।

এই প্রকল্পের বেশিরভাগ অর্থের যোগান হয় যাকাত ব্যবস্থার মাধ্যমে। অনেকে তার যাকাতের টাকা শাড়ি, কাপড়, লুঙ্গি কিংবা পোশাক কিনে অসহায়দের মাঝে বিতরন করে খরচ করেন। কিন্তু তাতে সাময়িক আনন্দ থাকলেও তাদের জীবনযাত্রা তেমন উন্নতি হয় না। তাই যাকাতের প্রকৃত অর্থের যথাযথ ব্যবহার করার জন্য চলমান রয়েছে আমাদের স্বনির্ভর প্রকল্প।

স্বনির্ভর প্রকল্পের আওতায় মানুষকে স্বনির্ভর করতে আমরা বেকার, কর্মহীন ও প্রতিবন্ধীদের কে বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন পর্যন্ত আমরা ঢাকা, মাদারীপুর, সিরাজগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, বরগুনা, গাইবান্ধা ইত্যাদি জেলাগুলোতে প্রায় শতাধিক মানুষের মাঝে স্বনির্ভর প্রকল্পের কাজ চলমান রাখতে পেরেছে। ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও কাজের প্রসার ঘটাতে আমরা অগ্রসর হচ্ছি।